বাসভাড়া বাড়ানোর দাবিতে বিক্ষোভ
ডিজ়েলের দাম বেড়ে চলায় বাসভাড়া বাড়ানোর দাবিতে মঙ্গলবার শহরের একাধিক বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখালেন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। করোনা পরিস্থিতিতে রাজ্যে গণপরিবহণ এখন স্তব্ধ। ১৫ জুন পর্যন্ত চলবে সরকারি বিধিনিষেধ। কিন্তু জ্বালানির দাম যেখানে পৌঁছেছে, তাতে এর পরেও বাস-মিনিবাস সচল হবে কি না, তা নিয়েই সংশয়ে মালিকেরা। বেসরকারি বাস-মিনিবাস মালিকদের বক্তব্য, গত বছরের লকডাউনের সময়ে লিটার-প্রতি ডিজ়েলের দাম ছিল ৬৪ টাকা। এখন তা প্রায় ৯০ ছুঁয়েছে। অথচ করোনার জেরে যাত্রী-সংখ্যা তলানিতে। এই অবস্থায় সামঞ্জস্যপূর্ণ হারে ভাড়া বৃদ্ধি না-হলে পরিষেবা দেওয়া সম্ভব নয়।