চাঁদপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। তবে ওই ব্যক্তির কোনো নাম–পরিচয় পাওয়া যায়নি। গতকাল সোমবার রাত ১০টার দিকে চাঁদপুর শহরের রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মুরাদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর রেলস্টেশনে থামে। যাত্রী নামিয়ে সেখান থেকে ছাড়ার সময় অজ্ঞাত ওই ব্যক্তি দৌড়ে ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত ট্রেনের পাদানিতে তাঁর পরনের লুঙ্গি আটকে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর দুটি পাই কাটা পড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে তিনি রক্তাক্ত জখম হন।
You have reached your daily news limit
Please log in to continue
চাঁদপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে একজন নিহত
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন