![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffood-1-20210608095951.jpg)
বেনাপোলে ভারতফেরত যাত্রীদের আপ্যায়নে লাখ টাকা বরাদ্দ
যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতফেরত যাত্রীদের জন্য ইমিগ্রেশনে বিনামূল্যে ফল, পানি ও শুকনা খাবার সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার (৭ জুন) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। দেশে ফেরা ক্লান্ত যাত্রীরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন।