You have reached your daily news limit

Please log in to continue


ভোটার তালিকায় হস্তক্ষেপের শঙ্কা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে পরিপত্র জারি করেছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দফতরে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়। গত বছর জুলাই মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রীর দফতর পরের মাসেই মন্ত্রিপরিষদ বিভাগকে এ বিষয়ে মতামতসহ প্রতিবেদন দিতে বলে। এর জন্য সাত সদস্যের কমিটিও গঠন করা হয়। অর্থাৎ সরকার আঁটঘাট বেঁধেই প্রক্রিয়াটি শুরু করেছে। এ নিয়ে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করলে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট নাগরিক ও রাজনীতিকরা এ বিষয়ে পক্ষে-বিপক্ষে মত প্রকাশ করছেন। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে তার স্বাভাবিক দায়িত্ব পালন থেকে বঞ্চিত করে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম কেন মন্ত্রণালয়ে ন্যস্ত করার প্রয়োজন দেখা দিলো সেই প্রশ্ন উঠেছে। সাংবিধানিকভাবে স্বাধীন একটি প্রতিষ্ঠানকে দেশের সরকারপ্রধান বা তার দফতর এরকম নির্দেশনা দিতে পারেন কি না এমন গুরুত্বপূর্ণ প্রশ্নও আলোচনায় এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন