You have reached your daily news limit

Please log in to continue


আবার নববধূ সাজে অপু বিশ্বাস

প্রকৃতিতে বইছে গরম হাওয়া। করোনাকালে সবকিছুর মতো বিয়ের সিজনও কিছুটা নিয়মের বাইরে চলে গেছে। এর মধ্যেই অনেক পরিবারে চলছে বিয়ের আয়োজন। বড় কিছুর ইচ্ছা থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে, কোনো কোনো ক্ষেত্রে ঘরোয়া আয়োজনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হচ্ছে। তবে অনুষ্ঠানের আকার যেমনই হোক, বিয়ে মানেই আনন্দ আর খুশির উৎসব। বর-কনের সেই মাহেন্দ্রক্ষণকে কানায় কানায় পূর্ণ করতে উত্তরার ১১ নং সেক্টরে খান টাওয়ারে ‘রয়েল মালাবার জুয়েলারী অ্যান্ড ফ্যাশন মল’ সেজেছে উৎসবের সাজে। তাদের এই আয়োজনের অংশ হিসেবে প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার সাথে বিয়ের গয়নায় নিজেকে জড়িয়ে আবারও নববধূর সাজে আবির্ভূত হন বিউটি কুইন অপু বিশ্বাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন