মালয়েশিয়ায় শর্ত সাপেক্ষে নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলার ঘোষণা

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৭ জুন ২০২১, ১৪:৫৮

করোনাভাইরাস সংক্রমণ অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার গত ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে। তবে এই নির্দেশনার মধ্যেই গতকাল রবিবার শর্ত সাপেক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা রাখার ঘোষণা দেওয়া হয়েছে।


দেশটির বাণিজ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় থেকে মোট ১৪টি খাতের তালিকা প্রকাশ করা হয়। এর জন্য প্রথমে সিআইএমএস-এমআইটিআই (আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়য়ের) সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ীদের দোকানপাট খোলার অনুমতি পত্রের জন্য আবেদন করার মাধ্যমে এটি কার্যকর করতে হবে। সেক্ষেত্রে মানতে হবে সুরক্ষা বিধি, ব্যবহার করতে হবে মাস্ক।  বেচা-কেনায় সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও