নারীর ক্ষমতায়নের এ যুগে বাংলাদেশে নারী নির্যাতন কমেছে, না বেড়েছে? হু হু করে বেড়েছে এবং বাড়ছে। প্রতিবেশী পশ্চিমবঙ্গের অবস্থাও তাই। কলকাতায় ‘দৈনিক স্টেটসম্যান’ কাগজ হাতে পাই। পত্রিকার পাতা খুললেই নারী ধর্ষণের খবর। শিশু নির্যাতনের খবরও আছে। তবে তুলনামূলকভাবে কম। ভারতে নির্ভয়া হত্যাকাণ্ডের পর সারা দেশে দারুণ আন্দোলন হয়েছে। সরকার নারী ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান করেছে। তারপরও নারী নির্যাতন ও ধর্ষণের সংখ্যা কমেনি, বরং বেড়েছে। বাংলাদেশের অবস্থাও তাই। একাধিক লোমহর্ষক নারী ধর্ষণ ও হত্যার পর সরকার এ দেশেও মৃত্যুদণ্ডের বিধান করেছে। তাতে নারী ধর্ষণ কমল কই? বেশ কিছুকাল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাস্তার এক পাগল পর্যন্ত ধর্ষণ করেছে। সরকার বহু ক্ষেত্রেই ধর্ষকদের ধরে সাজা দিচ্ছে। তাতে ধর্ষণ কমল কোথায়? এই না কমার কারণ কী?
You have reached your daily news limit
Please log in to continue
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন কতটুকু?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন