মেড ইন বাংলাদেশ : অর্থনীতিকে বেগবান ও শক্তিশালী করবে
একটি সিমেন্টের বিজ্ঞাপন আছে। বাংলাদেশী শ্রমিকরা বিদেশে কাজ করে। একটি তারা খুব উল্লাস করছিল। বিদেশী মালিক জানতে চাইলো কী হয়েছে। বাংলাদেশী শ্রমিক ভাঙ্গা ইংরেজীতে জবাব দিলো, ইউর বিল্ডিং, মাই কান্ট্রিজ সিমেন্ট। উই আর ভেরি প্রাউড স্যার।
বিজ্ঞাপনটি খুব সরল এবং সেই শ্রমিকের গর্বটা অনুভব করতে আমাদের কারোই কোনো সমস্যা হয়নি। বাংলাদেশে মানুষ বেশি। তাই এদেশে শ্রম খুব সস্তা। এই সস্তা শ্রমিকরা বিদেশে যায় এবং মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায়। তাদের পাঠানো রেমিটেন্সে ফুলে ফেঁপে ওঠে আমাদের বৈদেশিক মূদ্রার রিজার্ভ। বিদেশে যাওয়া এই শ্রমিকরা যখন কোথাও একটু বাংলাদেশ খুঁজে পায়, তখন সত্যি গর্বে তাদের বুক ভরে যায়।