![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F07%2Fe3hsslux0ae8ddx.jpg%3Fitok%3DB66SWVvj)
‘আত্মহত্যা করেছেন’ বোকো হারামের শীর্ষ নেতা, দাবি প্রতিদ্বন্দ্বী গ্রুপের
নাইজেরীয় জঙ্গি সংগঠন বোকো হারামের শীর্ষ নেতা আবুবকর শেকাউ আত্মহত্যা করেছেন বলে এক অডিও রেকর্ডিংয়ে দাবি করেছে ওই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী জঙ্গি সংগঠনগুলো। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। একাধিক সংবাদ সংস্থা যে অডিও রেকর্ডিং হাতে পেয়েছে, তাতে ইসলামিক স্টেইট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) বলছে, বোকো হারামের সঙ্গে তাদের এক যুদ্ধের পর আবুবকর শেকাউ নিজের শরীরের বোমা বিস্ফোরণ ঘটালে তাঁর মৃত্যু হয়।
গত মাসেও শেকাউ মারা গেছেন বলে খবর বেরিয়েছিল এবং এর আগে বোকো হারামের এই শীর্ষ নেতা নিহত হওয়ার খবর রটেছিল একাধিকবার।