রোবট-হাতে বিরল ক্যানসারের অস্ত্রোপচার
সব সময়ে গলায় যন্ত্রণা হত। যে কোনও খাবার গিলতে কষ্ট হত। এমনকি ঢোক গিলতেও পারতেন না। আতঙ্কে খাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বছর আটষট্টির অনুপম মুখোপাধ্যায়ের। ফলে ওজন কমছিল দ্রুত। রোগীকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছিলেন পরিজনেরা। এন্ডোস্কোপি করে দেখা যায়, ডান দিকের টনসিল ও জিভের গোড়ায় টিউমার আছে। যার বায়োপ্সি রিপোর্টে ধরা পড়ে, পলিমরফোস এডেনোকার্সিনোমা। কিন্তু মুখগহ্বরের (ওরাল) ক্যানসারে স্কোয়ামা সেল কার্সিনোমাই সচরাচর শোনা যায়।
তা হলে কী এই পলিমরফোস এডেনোকার্সিনোমা? চিকিৎসকেরা বলছেন, বিরল এই ক্যানসারের একমাত্র চিকিৎসা অস্ত্রোপচার। কেমোথেরাপি বা রেডিয়েশনে কোনও ফল মেলে না। ফলে রোগীর ক্ষেত্রে এর চিকিৎসার জন্য অস্ত্রোপচারই ছিল একমাত্র পথ। গভীরে থাকা টনসিল থেকে যা বার করে আনতে ওপেন সার্জারি ছিল উপায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রোবট
- রোগী
- চিকিৎসক
- অস্ত্রোপচার
- গলা ব্যথা
- টনসিল