প্রতিষেধক পেতে দাবি তুললেন পর্যটন কর্মীরাও

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০৭ জুন ২০২১, ০৭:৪১

পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত এবং সামনের সারিতে থেকে কাজ করে চলা কর্মীদের প্রতিষেধক দেওয়ার দাবি জানালেন বিভিন্ন পর্যটন সংস্থার কর্মচারীরা।


সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি পরিবহণকর্মী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকাদেরও প্রতিষেধক দেওয়ার কাজ চলছে। যার পরিপ্রেক্ষিতে ‘ট্র্যাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’-এর সচিব নীলাঞ্জন বসু বললেন, “রাজ্যের পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেনকে চিঠি দিয়েছি। আমাদের আবেদন, পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীদের, বিশেষ করে যাঁরা একেবারে সামনের সারিতে থেকে কাজ করছেন, তাঁদের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা হোক।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও