খানাখন্দে ভরা তাড়াশ-নওগাঁর ১০ কি.মি. আঞ্চলিক সড়ক
বর্ষা মৌসুম আসার আগেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা থেকে নওগাঁ পর্যন্ত প্রায় ১০ (৯ দশমিক ৯) কিলোমিটার আঞ্চলিক সড়কটির অধিকাংশ স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণে এই ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এ সড়কের বেহাল দশার কারণে বর্ষায় জনগণের দুর্ভোগ আরও কয়েকগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, তাড়াশ-নওগাঁ আঞ্চলিক সড়কে কয়েক বছর ধরেই নাজুক অবস্থা বিরাজ করছে।