করোনা রোগী বাড়ছেই
প্রতিদিনই যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত তিন দিনে নতুন করে অন্তত ২০ জন করোনায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮০ শয্যার করোনা ইউনিটে ৬৪ জন ভর্তি আছেন। এর মধ্যে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে ফেরা রোগী আছেন ২৫ জন।
হাসপাতালের তিন শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিটে কোনো শয্যা খালি নেই। এদিকে ভারত থেকে ফেরত করোনায় আক্রান্ত একজনকে গুরুতর অবস্থায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি যাতে পালাতে না পারেন, তার জন্য পুলিশি পাহারায় তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।