ছোট্ট হাতে ভ্যানের শক্ত হাতল
মন্টু মিয়ার বয়স ষাট। পিঞ্জিরা বেগমও পঞ্চান্ন পেরিয়েছেন। সংসার জীবনে তাদের ঘর আলো করে এসেছিল পাঁচ সন্তান। ছেলে-মেয়েদের অনেক কষ্টে লালন-পালন করে বড় করেছেন তারা। বড় হয়ে তিন ছেলে বিয়ে করে গড়েছেন আলাদা সংসার। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। এখন সন্তানরা আলাদা থাকায় বুড়ো বয়সে অসহায় হয় পড়েছেন মন্টু মিয়া ও পিঞ্জিরা বেগম। তবে বৃদ্ধ বয়সে শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছে ছোট্ট ছেলে শাওন (৯)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিশু
- দায়িত্বশীলতা