বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ হচ্ছে না
দেশের বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তর বন্ধ করা হচ্ছে না। তবে যেসব প্রতিষ্ঠানে বিষয় খোলা থাকলেও শিক্ষক নেই কিংবা শিক্ষার্থী নেই এমন কলেজে অনার্স-মাস্টার্স পড়ানো বন্ধ করে দেওয়া হবে। আর কলেজগুলোতে ডিগ্রি ও অনার্স-মাস্টার্স পড়ানোর পেশাগত দক্ষতা তৈরির জন্য বিভিন্ন সর্ট কোর্স খোলা হবে।
শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুর হাসান চৌধুরী নওফেল বলেন, ‘বেসরকারি অনার্স-মাস্টার্স বন্ধ করার কথা বলা হয়নি। আমাদের আলোচনা ছিল— দেশের বাস্তবতায়, যে শিল্প নির্ভর অর্থনীতি তৈরি হতে যাচ্ছে, সেখানে এতগুলো অনার্স গ্রাজুয়েটর কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন। তারা যদি কর্মসংস্থান উপযোগী দক্ষতা না পায় তাহলে শিক্ষিত বেকারে পরিণত হবে। তাই শিক্ষিত বেকার যাতে না হয়, উচ্চশিক্ষার পাশাপাশি নানা ধরনের দক্ষতানির্ভর প্রফেশনাল কোয়ালিফিকেশন তৈরির দিকে জোর দেওয়ার কথা বলছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে