![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F6th-health-20210606092558.jpg)
দিল্লির হাসপাতালে মালায়ালাম ভাষা ‘নিষিদ্ধ’
ভারতের দিল্লির একটি সরকারি হাসপাতালে নার্সদের মালায়ালাম ভাষায় কথা বলা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। হাসপাতালে তারা যদি হিন্দি বা ইংরেজিতে কথা না বলেন তাহলে ‘কঠোর ব্যবস্থা’ নেয়া হবে। তবে নার্সরা ও রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতাল এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিষিদ্ধ
- হাসপাতাল
- মালায়ালাম ভাষা