 
                    
                    বিচারের পরিধি বৃদ্ধি পেয়েছে ভার্চুয়াল কোর্টের
                        
                            ইত্তেফাক
                        
                        
                        
                         প্রকাশিত: ০৬ জুন ২০২১, ০৬:০৮
                        
                    
                ভার্চুয়াল কোর্টে বিচারের পরিধি বেড়েছে। আগে এসব কোর্টে শুধু হাজতি আসামির জামিন শুনানি হতো। কিন্তু এখন থেকে ভার্চুয়াল কোর্টগুলোকে ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজের আদেশের বিরুদ্ধে করা আপিল ও রিভিশন শুনানির নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি।
এছাড়া করোনার কারণে যেসব দেওয়ানি মামলা রায় ঘোষণা করা সম্ভব হয়নি সেগুলোর নতুন করে দিন ধার্য করে রায় ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অধস্তন আদালতের বিচারকদের প্রতি এই নির্দেশনা জারি করেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                