আবাসস্থল ছেড়ে কেনো শত শত মাইল পাড়ি দিচ্ছে একদল হাতি!
চীনের কানমিং শহরের আশপাশে এসে ঘুরে বেড়াচ্ছে একদল বন্যহাতি। এগুলো নিয়ে বেশ ঝামেলায় পরেছেন স্থানীয় বন কর্মকর্তারা। সংবাদমাধ্যমগুলো বলছে, হাতিগুলো তাদের আবাসস্থল থেকে ৩০০ মাইল পাড়ি দিয়ে এখানে এসেছে। কিন্তু কোনো তারা এভাবে ঘুরে বেড়াচ্ছে সেটির কারণ এখনো উদঘাটন করতে পারছেন না বিশেষজ্ঞরা।