![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/06/05/image-249294-1622899008.jpg)
সেই স্কুলশিক্ষক এবার ১শ সুপারী গাছ রোপন করলেন
২ হাজার তালগাছ বীজ বপন করা সেই আলোকিত স্কুল শিক্ষক মো: নুরুল ইসলাম বিশ্ব পরিবেশ দিবসে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে এবার ১শ সুপারী গাছ রোপণ করেছেন। শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর শহরের দৃষ্টি নন্দন ও সৌন্দর্য্য বাড়াতে শিশু একাডেমির সামনের রাস্তা এবং বায়তুল আমান বিএড কলেজের সামনে খিচুড়ী উৎসব মাঠের চারপাশে ১শ টি সুপারী গাছ রোপণ করেন।