কানাডায় মে মাসে চাকরি হারিয়েছেন ৬৮ হাজার মানুষ
সারা বিশ্বের মতো কানাডার অর্থনীতিতেও করোনার প্রভাব পড়েছে। দেশটিতে মে মাসে প্রায় ৬৮ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। বিশ্লেষকদের প্রত্যাশা অনুসারে বেকারত্বের হার ৮.২ শতাংশে পৌঁছেছে। চলমান বিধিনিষেধের কারণে এমনটা হয়েছে।
শুক্রবার (৪ জুন) কানাডার পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। বিএমও ক্যাপিটাল মার্কেটসের প্রধান অর্থনীতিবিদ ডগ পোর্টার বলেছেন, প্রায় সমস্ত পতন খণ্ডকালীন চাকরিগুলোতে ছিল। বিষয়টি সত্যিই হতাশাজনক।