![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhritik-20210605175925.jpg)
কর্মহীন শিল্পীদের জন্য ২০ লাখ টাকা দিলেন হৃতিক
ভারতের করোনার অবস্থা ভয়াবহ। লকডাউন চলছে দেশটিতে বেশ কড়াকড়িভাবে। এ অবস্থায় বন্ধ রয়েছে শুটিং। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শিল্পী। অনির্দিষ্টকালের জন্য কর্মহীন হয়ে পড়েছেন অনেক স্টান্ট আর্টিস্টরাও।
তাদের সাহায্যে এবার এগিয়ে এলেন হৃতিক রোশন। ছোট পর্দার দুঃস্থ শিল্পী ও কলাকুশলীদের জন্য ২০ লক্ষ টাকার সাহায্য করলেন হৃতিক।