নেতানিয়াহু গেলেও ফিলিস্তিনের জন্য সুসংবাদ নেই
ইসরায়েলের বিরোধী জোটের লক্ষ্য দেশটির প্রধানমন্ত্রীর পরিবর্তন। কিন্তু প্রধানমন্ত্রিত্ব থেকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায় ঘটলেও ইসরায়েলে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে কি ইতিবাচক কোনো পরিবর্তন আসবে? এই জোটের ধরন ও দীর্ঘমেয়াদের চুক্তি এটাই বলছে, রাজনৈতিক ময়দানে আদর্শের চেয়ে ব্যক্তিগত ইচ্ছাই বড় হয়ে উঠবে। এমনকি নেতানিয়াহু প্রথমে দেখিয়েছিলেন ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও আগ্রহের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেবেন।
কিন্তু ফিলিস্তিনি আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা চুক্তির ক্ষেত্রে তার আচরণ ছিল অগ্রহণযোগ্য। উল্টো নেতানিয়াহু ইসরায়েলে বর্ণবাদ উস্কে দিয়েছেন।