কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যক্তি করদাতাদের রেয়াত দিলে তাদের টাকা বাজারে যেত

যুগান্তর ড. আর এম দেবনাথ প্রকাশিত: ০৫ জুন ২০২১, ১৪:৪৭

নতুন অর্থবছর ২০২১-২২-এর বাজেট সংসদে যখন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পেশ করছিলেন, তখন বিভিন্ন টিভি চ্যানেলে দেখলাম মূল্যবৃদ্ধি, মূল্য হ্রাসের খবর-তথ্য দেখানো হচ্ছে। পাশাপাশি বাজেটের আকার, রাজস্বের পরিমাণ, উন্নয়ন বাজেট, বাজেট ঘাটতির খবরও দেখানো হচ্ছে। এর দ্বারা কী বোঝা যায়? বোঝা যায়, বাজেটের তথ্য ও পরিসংখ্যানের চেয়ে জিনিসপত্রের মূল্যের খবর সাধারণ শ্রোতা-দর্শকদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ।


এ নিরিখে বাজেটকে দেখলে মূল্যবৃদ্ধি ও মূল্য হ্রাসের সমগ্র চিত্র দরকার হয়। তবে বলাই যায়, বাজেট ঘোষণার এক সপ্তাহ আগেই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সয়াবিন তেলের মূল্য লিটারপ্রতি ১২ টাকা করে বৃদ্ধি করেছে। এখন এক লিটার বোতলজাত সয়াবিনের মূল্য হবে ১৫৩ টাকা। বলাই বাহুল্য, দু’দিন আগে সয়াবিনের দাম আরেক দফা বাড়ানো হয়েছিল। শুধু সয়াবিন তেল নয়, বাজেট ঘোষণার দু’দিন আগে পেঁয়াজের মূল্য কেজিতে বেড়েছে ২০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও