![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-06%252Ff5659d8a-61b1-48ca-938b-d720b2fbf59b%252Fprothomalo_bangla_2021_06_c29bf319_57e6_4ee6_9f1c_4e0cedf44793_Budget_thumb.png%3Frect%3D0%252C0%252C1200%252C630%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
স্বাস্থ্যে আরও সাহসী হতে পারত সরকার
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জুন ২০২১, ১৩:০৯
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে সরকার আরও সাহসী হতে পারত বলে মনে করে বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়। বাজেট–পরবর্তী এক প্রতিক্রিয়ায় আজ শনিবার এক ওয়েবিনারে সংস্থাটি বলেছে, করোনার সময়ে প্রত্যাশা ছিল এই খাতে মোট বাজেটের অন্তত ৭ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।
কিন্তু দেখা যাচ্ছে আসছে বাজেটে স্বাস্থ্য খাতে বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ রাখা হচ্ছে। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) করপোরেট কর বাড়ানোরও সমালোচনা করেছে উন্নয়ন সমন্বয়।