![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/06/05/image-249250-1622873425.jpg)
চেন্নাইতে করোনায় আক্রান্ত হয়ে সিংহের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এক সিংহের মৃত্যু হয়েছে। এছাড়া মৃত সিংহের সঙ্গে চিড়িয়াখানায় বন্দী থাকা আরও ৯টি সিংহ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।