সেনেগালে ১২ বার জেল থেকে পালিয়েছেন এই কয়েদি
সেনেগালে এক সিরিয়াল জেলব্রেকার ১২তম বারের মতো জেল থেকে পালিয়েছেন। মে মাসে ঘটেছে এ ঘটনা। এবার পালানোর সময় তিনি ভেন্টিলেশনের গ্রিল ভেঙে বেরিয়ে দড়ির সাহায্যে পালিয়েছেন। শুক্রবার (৪ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারাগার
- পলায়ন
- কয়েদি