You have reached your daily news limit

Please log in to continue


চুপি চুপি কালোটাকার সুযোগ

চুপি চুপি কালোটাকার সুযোগ থেকেই গেল। কিন্তু অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল শুক্রবার বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন, ঢালাও কালোটাকার সুযোগ নেই। কীভাবে আয়কর অধ্যাদেশে কালোটাকার সুযোগটি রয়ে গেল, তা এখন পরিষ্কার করা যেতে পারে।

গত বছরের জুনে চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণার সময় ঢালাওভাবে কালোটাকার সুযোগ দেওয়া হয়েছিল। আয়কর অধ্যাদেশে ১৯ এএএএ এবং ১৯ এএএএএ—এই দুটি ধারা সংযোজন করা হয়েছে। ১৯ এএএএ ধারায় কালোটাকা ১০ শতাংশ কর দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য এক বছরের লকইন বা বিক্রয় নিষেধাজ্ঞার শর্ত দেওয়া হয়। আর ১৯ এএএএএ ধারায় নগদ টাকা, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্রে বিনিয়োগ করা টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই একই ধারায় আয়তনভেদে ও এলাকাভেদে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ ছিল। এক বছরের জন্য অর্থাৎ আগামী ৩০ জুন পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন