
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের যে বাজেট উত্থাপন করেছেন, তা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কাজ করতে পারবে কি না, সেই প্রশ্ন উঠেছে। কেননা বাজেট উপস্থাপন ও বাস্তবায়নের মধ্যে বিস্তর ফারাক থাকে।
অর্থাৎ বাজেটে যে অঙ্কের আয়ের হিসাব দেওয়া হয়, তা অর্জিত হয় না। আবার কোনো খাতে যে পরিমাণ বরাদ্দ করা হয়, বছর শেষে দেখা যায়, তা-ও পুরোপুরি ব্যয় হয় না। যেখানে করোনাকালে স্বাস্থ্যসেবা খাতে বেশি বরাদ্দ দাবি করা হয়, সেখানে বরাদ্দ হওয়া অর্থও ব্যয় হয় না।