কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যবসা বনাম মানুষ

জাগো নিউজ ২৪ সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ০৫ জুন ২০২১, ০৯:৫৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বাজেট। করোনা অতিমারির মধ্যে দ্বিতীয় বাজেট। কিন্তু অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য যে বাজেট গত বৃহস্পতিবার সংসদে উপস্থাপন করেছেন তাতে না আছে স্বাধীনতার ৫০ বছরের কোন উচ্ছ্বাস, না আছে করোনা মহামারি মোকাবেলার কৌশল। ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটে আয়ের লক্ষ্য মাত্র ৩ লাখ ৮৯ কোটি টাকা। ২ লাখ ১৪ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি বাজেট তার ভাষায় জীবন ও জীবিকা বাঁচানোর বাজেট।


যত দিন যাচ্ছে ততই বাজেটের গুরুত্ব যেন কমছে। একটা হলো সংসদে বাজেট নিয়ে প্রাণবন্ত আলোচনা হওয়ার কথা তা হয় না। সংসদের বাইরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের যে পরামর্শগুলো গুরুত্ব দেওয়া হত, সেটা আর দৃশ্যমান নয়। আগে বাজেটের দিন ছিল সরকারের আর্থিক ভাবনা উন্মোচনের দিন। সেই দিনই সরকার তার আর্থিক নীতি ঘোষণা করত। কিন্তু এখন গোটা বছর ধরেই নতুন নীতি আসে, বদলায়। এসআরও দিয়ে এনবিআর যা মন চায় করে। তাই বাজেট বক্তৃতার সেই ওজন এখন আর নেই। তবুও বাজেট নিয়ে আলোচনা করতে হয় এবং হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও