![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fireland-20210605095922.jpg)
ডাচদের উড়িয়ে সমতা ফেরাল আয়ারল্যান্ড
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১ রানের নাটকীয় জয় পেয়েছিল নেদারল্যান্ডস। তবে পরের ম্যাচে তাদেরকে আর সেই সুযোগ দিল না আয়ারল্যান্ড। স্বাগতিকদের রীতিমতো উড়িয়ে দিয়েই সিরিজে সমতা ফিরিয়েছে আইরিশরা।
শুক্রবার আইরিশদের বোলিং তোপে ৪৯.২ ওভার খেলেও ১৫৭ রানের বেশি করতে পারেনি ডাচরা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে আয়ারল্যান্ড। ফলে সিরিজের শিরোপা নির্ধারণের জন্য অপেক্ষা বাড়ল সোমবার পর্যন্ত।