লকডাউনে কঠোর অবস্থানে খুলনা প্রশাসন, উদাসীন জনগণ
করোনা সংক্রমণ রোধে আজ শুক্রবার সকাল থেকে সাত দিন খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা লকডাউনের আওতায় আনা হয়েছে। দোকানপাট, শপিংমল বন্ধ ও জনসমাগম না করার পাশাপাশি স্বাস্থ্যবিধি পালনে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে খুলনা প্রশাসন। তবে লকডাউন পালনে উদাসীন সাধারণ জনগণ।
লকডাউনের আওতায় নেওয়া এলাকাগুলো হচ্ছে খুলনা সদর থানা, সোনাডাঙ্গা মডেল থানা এবং খালিশপুর থানা। এ ছাড়া জেলার রুপসা উপজেলায় একইভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।