Dilip Ghosh: টিকাকরণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য, দাবি দিলীপ ঘোষের

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ০৪ জুন ২০২১, ১৭:৫০

রাজ্যের টিকাকরণ থেকে ভোট পরবর্তী হিংসা, শ্রীরামপুরে জেলার কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ সব কিছু নিয়েই রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘‘কেন্দ্র ১ কোটি ২৫ লক্ষ টিকা পাঠিয়েছে। তাও রাজ্যের সাধারণ মানুষ টিকা পাচ্ছেন না। ৩০০ টাকায় বিক্রি হচ্ছে টিকা।’’ টিকা নিয়ে রাজ্যের তরফে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দিলীপ ঘোষ।


ভোট পরবর্তী হিংসা নিয়ে বার বার কথা তুলেছে বিজেপি। একাধিক বার সরব হয়েছেন দিলীপও। শুক্রবার শ্রীরামপুর থেকে ফের মুখ খুললেন তিনি। বললেন, ‘‘আমি মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি বলেছিলেন, লিখিত ভাবে দিতে। তাও দিয়েছিলাম। মোট সাড়ে ৬ হাজার নাম আমরা দিয়েছি। সরকার তাও কোনও ব্যবস্থা নেয়নি। আদালত বলার পরেও প্রশাসন কাজ করছে না। তৃণমূল বলুক, কাদের ঘরে ফিরিয়েছে। থানায় গেলে পুলিশ অভিযোগ নেয় না, বলে, ৫ বছর মার খেতে হবে। পরিস্থিতি সকলেই দেখছেন।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও