![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/06/04/image-249043-1622805636.jpg)
নেপালে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু
ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকে আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু দেখলো হিমালয়ের দেশ নেপাল। বার্তা সংস্থা এএফপিকে তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল। আজ (৪ জুন) এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। কৃষ্ণ প্রসাদ পাওদেল জানান, নেপালে বর্তমানে অন্তত ১০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে মরণব্যাধী এই রোগটি হাজারের অধিক কোভিড-১৯ রোগীকে সংক্রমিত করেছে। ইতিমধ্যে অনেকেই মারা গেছেন।