শিবচরে বাথরুমে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক আটক
মাদারীপুরের শিবচরে বাথরুমে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় ওই উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটককৃত জামাল ব্যাপারী ওই ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের জহুর উদ্দিন ব্যাপারীর ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
জানা গেছে, অভিযুক্ত জামাল ব্যাপারী দীর্ঘদিন ধরে দুই সন্তানের জননী ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর বাড়ির বাথরুমে ঢুকে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে সে। এরপর শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে অভিযুক্ত জামাল ব্যাপারী পালিয়ে যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে