দুই পাশে মাছের ঘের, সড়ক যেন নালা

প্রথম আলো কেশবপুর প্রকাশিত: ০৩ জুন ২০২১, ১২:২০

ইট বিছানো তিন কিলোমিটার সড়ক। এর এক কিলোমিটারের দুই পাশে মাছের ঘেরের উঁচু ভেড়ি। বৃষ্টি হলেই সেখানে পানি জমে যায়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। এটি যশোরের গড়ভাঙ্গা–খাল বাটবিলা সড়ক।


যশোরের কেশবপুর উপজেলায় খেজুর গুড় বেচাকেনার জন্য সুপরিচিত গড়ভাঙ্গা বাজার। এর উত্তর দিক দিয়ে একটি রাস্তা চলে গেছে পাশের মনিরামপুর উপজেলায়। এ সড়কের খাল বাটবিলা প্রান্তের এক কিলোমিটারের দুই পাশে মাছের ঘেরের উঁচু ভেড়ি। সেখানে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও