![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Frod-20210603095034.jpg)
ট্রাকচাপায় প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদরাসার সামনের বসুরহাট টু নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।