You have reached your daily news limit

Please log in to continue


নারীকেন্দ্রিক ছবি পরপর অনলাইনে মুক্তি পাচ্ছে কেন?

 

কোনও ছবিতে আইক্যান্ডি চরিত্র করতে বরাবরই আপত্তি ছিল বিদ্যা বালনের। কম ছবি করবেন, কিন্তু এমন কাজ করবেন যেখানে তাঁকে ঘিরেই আবর্তিত হবে কাহিনি। সেই পথে চলে বিদ্যা তাঁর দর্শককে উপহার দিয়েছেন, ‘ইশকিয়া’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘কহানি’। এখনও তিনি সেই শর্তেই চলেন। এর জন্য হয়তো তাঁর ফিল্মোগ্রাফিতে ছবির সংখ্যা কম, কিন্তু নিজের অবস্থান থেকে সরেননি বিদ্যা। বলতে গেলে এই দশকে নারীকেন্দ্রিক ছবিতে নির্মাতা-দর্শকের আগ্রহ তৈরির অন্যতম কারণ বিদ্যা বালন। তবে ২০১৭ থেকে বিদ্যার ছবির সংখ্যা আরও কমেছে। ‘তুমহারি সুলু’, ‘মিশন মঙ্গল’ এবং দক্ষিণী ছবি ‘এনটিআর...’। গত বছর বিদ্যার ‘শকুন্তলা দেবী’ ওটিটি-তে রিলিজ় করে। জুনের মাঝামাঝি তাঁর ‘শেরনি’ও অনলাইনে মুক্তি পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন