খাবারে সালাদ দিতে দেরি হওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন

ডেইলি বাংলাদেশ উত্তর প্রদেশ প্রকাশিত: ০২ জুন ২০২১, ২১:০১

গরম খাবারের সঙ্গে সালাদ দিতে দেরি হওয়ার ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ভারতের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন ওই দম্পতির ছেলেও।


সোমবার (৩১ মে) উত্তরপ্রদেশের শামলিতে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত মুরলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন রাতেই মুরলীর পাতে সালাদ দেয়া ছিল আবশ্যিক। সোমবার রাতে তাকে খেতে দেন স্ত্রী। এরপর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও