শ্রীলঙ্কা উপকূলে ডুবছে রাসায়নিকবোঝাই জাহাজ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
শ্রীলঙ্কার উপকূলে রাসায়নিকবোঝাই একটি কার্গো জাহাজ ডুবতে থাকায় বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সিঙ্গাপুরে রেজিস্ট্রিকৃত এমভি এক্স-প্রেস পার্ল জাহাজটিতে প্রায় দুই সপ্তাহ ধরে আগুন জ্বলছে। জাহাজটি ডুবে গেলে কয়েকশ টন ইঞ্জিন অয়েল সাগরে পড়তে পারে, এতে সামুদ্রিক প্রাণীদের ওপর ধ্বংসাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
জাহাজটির আগুন নেভানোর জন্য ও ডুবে যাওয়া ঠেকাতে বিগত দিনগুলোতে যৌথভাবে চেষ্টা করেছিল শ্রীলঙ্কা ও ভারতের নৌবাহিনী। কিন্তু উত্তাল সাগর ও তীব্র মৌসুমি বাতাসের কারণে তাদের অভিযান বাধাগ্রস্ত হয়।