আফগানিস্তানে দুটি যাত্রীবাহী বাসে বোমা হামলায় নিহত ১২
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি যাত্রীবাহী বাসে পৃথক বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। হামলা দুটি মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পশ্চিমাংশে ঘটেছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা বুধবার জানিয়েছেন। কাবুলের ওই অংশটি শিয়া অধ্যুষিত। এর আগেও এই এলাকায় অনেকবার হামলা চালানো হয়েছিল। এর অনেকগুলো ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলো চালিয়েছিল বলে দাবি করেছিলেন দেশটির কর্মকর্তারা।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানিয়েছেন, বিস্ফোরণের সময় উভয় বাসেই যাত্রী ছিল। দুই হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ১০ জনেরও বেশি আহত হয়েছে।