চট্টগ্রামে পলিথিনের অবৈধ কারখানা সিলগালা
চট্টগ্রামের ফতোয়াবাদ দক্ষিণ পাহাড়তলী এলাকার একটি পলিথিন তৈরির কারখানা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সিলগালা করা হয়েছে। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
বুধবার দপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী কারখানাটি সিলগালা করেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও জুনিয়ার কেমিস্ট মোহাম্মদ ছানোয়ার। অভিযানে বৃহস্পতিবার কারখানার মালিককে পরিবেশ অধিদপ্তরের শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশও দেওয়া হয়।