 
                    
                    কুয়াকাটা পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবিতে স্মারকলিপি
স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটা পর্যটন কেন্দ্র খুলে দেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)। বুধবার (২ জুন) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হকের হাতে স্মারকলিপি তুলে দেন টোয়াকের সদস্যরা।
স্মারকলিপিতে বলা হয়, লকডাউনে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এতে হোটেল মালিক, ট্যুর অপারেটরস, ট্যুর গাইড, অটো চালক, মোটরগাইড, স্ট্রিড ফুড ভেন্ডার, হোটেল বয়সহ ১৮টি পেশার অন্তত পাঁচ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                