গরমে ছোট চুলেই থাকুন ফ্যাশনেবল
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০২ জুন ২০২১, ১৩:৫৪
গ্রীষ্মকাল মানেই গরম। আর গরম মানেই অস্বস্তি। এসময় একটু শান্তিতে থাকতে মানুষ কত কিনা করেন। অনেকেই পোশাকের সঙ্গে সঙ্গে বদল আনেন চুলের স্টাইলেও। কারণ বড় চুল গরমে আরও গরম বাড়িয়ে দেয়। তাছাড়া বড় চুল সামলানোও বেশ কষ্টকর।
বড় চুল রাখাটা কয়েক বছর আগেও ফ্যাশনের একটি অংশ ছিল। তবে এখন নতুন ট্রেন্ড হচ্ছে ছোট চুল। যদিও অনেকেই মনে করেন দীঘল কালো লম্বা চুলেই সবটা সৌন্দর্য লুকিয়ে আছে। তবে এমন চিরায়ত ধারনায় বড় পরিবর্তন এসেছে এখনকার মেয়েদের মাঝে। তবে গরমে আরাম পেতে কেবল চুল কেটে ছোট করলেই হবে না। ফ্যাশনের দিকটিও মাথায় রাখতে হবে। চুলের স্টাইলে আনুন নতুনত্ব। ছোট চুলের রকমারি কাটছাঁট রয়েছে। এরমধ্যে নিজের সঙ্গে মানানসই একটিকে বেছে নিন।
- ট্যাগ:
- লাইফ
- ফ্যাশন
- চুলের যত্ন
- গরম
- ছোট চুল