দিনাজপুরে ঝুলন্ত লাশ উদ্ধার, ধারণা ‘হত্যা’
দিনাজপুরের চিরিরবন্দরে গাছে ঝুলন্ত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার উত্তর পলাশবাড়ি গ্রামের মাওলানাপাড়ার একটি আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. ইয়াকুব আলী (৫০)। তিনি উত্তর পলাশবাড়ি গ্রামের মাওলানাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির বড় ভাই মো. জবেদ আলী (৫৫) পলাতক।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে