![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftravel%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Felephent-20210602131244.jpg)
হাতিরঝিলে দেখতে পাবেন হাতির পাল
শীত কি গ্রীষ্ম—সব সময়ই হাতিরঝিলে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শহরের কর্মব্যস্ত মানুষও একটু অবসর কাটাতে ছুটে আসেন হাতিরঝিলে। এবার সময় কাটানোর সেই হাতিরঝিলে গড়ে উঠেছে হাতির পালের ভাস্কর্য। হাতিরঝিলের এই হাতির পাল দেখে মানুষ অনুভব করছে হাতিরঝিলের আসল সৌন্দর্য। দৃষ্টিনন্দন হাতির পালের দেখে মেলে পুলিশ প্লাজার পেছনে এবং এফডিসির দিকে।
- ট্যাগ:
- ভ্রমণ
- হাতিরঝিল
- হাতি
- ভাস্কর্য
- বাংলাদেশ সেনাবাহিনী