![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsupreme-court-20210602124931.jpg)
নিম্ন আদালতে ভার্চুয়ালি মামলা নিষ্পত্তিতে নতুন নির্দেশনা
ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে দেশের অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে সব ধরনের মামলার আপিল, রিভিশন শুনানি এবং দেওয়ানি মামলা নিষ্পত্তিতে নতুন নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
প্রধান বিচারপতির নির্দেশে মঙ্গলবার (১ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।