বাল্যবিবাহ নিরোধ ও আইনের বাস্তবায়ন
‘বাল্যবিবাহ’ শব্দটা বাংলাদেশে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধিতে আক্রান্ত হয়ে কত প্রাণ অকালে ঝড়ে পড়ছে তার হিসাব কি কেউ নিচ্ছে? বাল্যবিবাহের কুফল হিসেবে কত নারী মাতৃত্বজনিত সমস্যা, অপুষ্টি ও জরায়ুর ক্যানসার বা কঠিন কোনো রোগে মারা যাচ্ছে। অজ্ঞতার কারণে আগামী প্রজন্ম সুন্দরভাবে বেড়ে ওঠার এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বাল্যবিবাহ একটি অন্তরায় হয়ে দাঁড়ায়।
মানবসমাজের অজ্ঞতা ও কুসংস্কারের বলি হলো বাল্যবিবাহ। যেখানে শিক্ষার আলো ছড়ায়নি, সেখানে বাল্যবিবাহের ঘটনা বেশি। যারা অন্ধকারে থাকে, এরা আলোর পথ কীভাবে দেখবে? একটি মেয়ে স্কুলজীবন পেরোনোর আগেই বউ ও মা হচ্ছে। জীবন সম্বন্ধে জানার আগেই সংসারজীবনে প্রবেশ করে। সংসারের ভার বহন করার ক্ষমতা তাদের কতটুকু হয়, সেটা কি অভিভাকদের ভাবনায় আসে?
- ট্যাগ:
- মতামত
- বাল্যবিবাহ
- বাল্যবিয়ে
- বাল্যবিবাহ রোধ