![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fblack-20210602103921.jpg)
ব্ল্যাক ফাঙ্গাসে পশ্চিমবঙ্গে মৃত্যু বেড়ে ৪
ভারতের পশ্চিমবঙ্গে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষাটোর্ধ এক ব্যক্তি মারা যান। এ নিয়ে ব্ল্যাক ফাঙ্গাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।