কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০ দিনের জেল-যন্ত্রণা শোনালেন সাংবাদিক

ডয়েচ ভেল (জার্মানী) বেলারুশ প্রকাশিত: ০২ জুন ২০২১, ১০:০৩

ডিডাব্লিউয়ের রাশিয়া ভাষা বিভাগের জন্য বেলারুশের একটি আদালতের সামনে খবর করতে গিয়েছিলেন আলেকজান্ডার বুরাকভ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল পুলিশ। মঙ্গলবার ২০ দিন পর তাকে ছাড়া হয়। জেলে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন চলেছে তার উপর। নিজের সেই দুর্ভোগের কথা পাঠকদের জানিয়েছেন বুরাকভ। বুরাকভের কথায়, সাধারণ জেলকে তার মনে হয়েছে সেনাবাহিনীর ডিটেনশন সেন্টার। এর আগেও খবর করার অপরাধে তাকে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ।


কিন্তু বুরাকভের মতে, সে সময়ের জেল জীবন আর এবারের জীবনের মধ্যে তফাত অনেক। প্রতি রাতে ঘুম ভাঙিয়ে পুলিশ তল্লাশি চালাতো। সেলের বাইরে বার করে তাকে জামা কাপড় খোলানো হতো। কোনো কোনো দিন সকালেও একই কাজ করা হতো। বুরাকভ গুণেছেন। ২০ দিনে ৬৩ বার জামা কাপড় খুলে তল্লাশি হয়েছে তার। অন্তর্বাস পর্যন্ত খুলতে বাধ্য করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও