করোনা প্রতিরোধে সাবধানতা: সব ধরনের কাপড় একসঙ্গে ধোয়া উচিত নয়
প্রথম আলো
প্রকাশিত: ০২ জুন ২০২১, ০৬:০৮
করোনায় আক্রান্ত সারা বিশ্ব। কোভিডের বিরূপ প্রভাব পড়েছে আমাদের দৈনন্দিন জীবনেও। সবকিছুতেই প্রতিনিয়ত মানতে হচ্ছে সতর্কতা, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার–পরিচ্ছন্নতা। ছোঁয়াচে এই ব্যাধি থেকে বাঁচতে মাস্ক পরা এবং কিছুক্ষণ পরপর নিয়ম মেনে হাত ধুতে বলছেন বিশেষজ্ঞরা। ঘর, অফিস বা চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি প্রতিদিনের পরিধেয় কাপড় ধোয়াও বেশ জরুরি।
বলা হচ্ছে, করোনাভাইরাস সাধারণত হাঁচি, কাশি ও স্পর্শের মাধ্যমে ছড়ায়। তাই হাঁচি-কাশির সময় টিস্যু, কাপড় বা কনুই দিয়ে মুখ ঢাকার পাশাপাশি নিয়ম মেনে হাত ধুয়ে নেওয়া জরুরি। কারণ, এক গবেষণায় দেখা গেছে পৃষ্ঠতলে করোনাভাইরাস কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, কাপড়ের তুলনায় কঠিন পৃষ্ঠে করোনাভাইরাস বেশি সময় টিকে থাকে।